যার গোলা ভরা ধান থাকে, তার কখনো ভাতের অভাব হয় না ।
যেই ললনার উচ্চ লোভ,চাহিদা মনের ভিতর বসত করে
ভালবাসার বাজারে সেই মন কেন লেন-দেন সাহস পায় না ।
একটা কিশোর, তার কিশোরীর জন্য বাসর সাজাতে নানা আয়োজন দিশেহারা,
প্রাণ থেকে প্রাণ পেয়ে ছিল সেই গর্ভেধারিণী মা এর জন্য
কেন ভালবাসা ঠাই হয় না ।
রমনী তার রঙিন চুল, সাদ চামড়া,শরীলের মাংশ প্রদর্শন করে সংকোচ বোধ নয়,
বিধাতার উঠানের হিসাব দিয়ার জন্য কেন প্রস্তুত হয় না ।