মধ্য দুপুর , প্রখর রোদ
      রোদে পুড়ে গাল দুটি লাল ,
এই মে নেকাপ পরো,
       তোমার দিকে খুব খেয়াল ।
পরন্ত বিকেল , ছাদের কনে,
          মেঘ দিয়ে বুনছে স্বপ্নজাল
এই মে এই দিক দেখো,
        তোমার দিকে খুব খেয়াল ।
অলস দুপুর , প্রবীন গানে ,
         সৃতিরগর্ভে খাচ্ছে টাল।
এই মে প্রেম জাগাও,
        তোমার দিকে খুব খেয়া।
মাঝরাতে, বই পাতায় ,
      পড়তে পড়তে বেসামাল ।
এই মে স্হির হও ,
        তোমার দিকে খুব খেয় ।