পূর্ণিমার চাঁদ আমাকে টানে না
যখন তোমার চাঁদমুখ আমি দেখেছি
আকাশের নীলে আমি মুগ্ধতা খুঁজে পাই না
যখন তোমায় নীলাম্বরে দেখেছি।

উড়ে চলা মেঘে আমি কোন সৌন্দর্য দেখিনা
যখন তোমার কুন্তলার নানন্দিক ছন্দ দেখেছি
উঁচু পাহাড়ের বন্ধুর পথে আমি সর্বনাশ দেখিনি
যখন তোমার অবয়বে ভয়ংকর সৌন্দর্য দেখেছি।

এ মন অন্য মনে বাস করে
চোখের সাথে চোখের সঙ্গম
দেহ টানে অন্য দেহে
তোমার দেহ সৌষ্ঠবে পৃথিবীর সকল সৌন্দর্য ম্লান।

© কপিরাইট ; লেখক
২০.১২.২১
মতলব, চাঁদপুর।