নিভু নিভু আলোটা নিভে গেল
সূর্যটা অস্তমিত, উদয়ের নেই সম্ভাবনা
চারিদিকে অমবশ্যার ঘোর অন্ধকার
চাঁদের আলো বৈরীর জেলখানায় বন্দী
বিদ্যুৎ নেই খোদ বিদ্যুৎ অফিসেই
প্রদীপের সব জ্বালানি নিঃশেষ।
কোন আশা নেই, নেই কোন ভরসা
‘সম্ভাবনা’ শব্দই নেই জাতির অভিধানে
আস্থা, নির্ভর হারিয়ে গেছে বেইমানদের দাপটে
নিরাশা আর হতাশায় আবিষ্ট জাতির মস্তিষ্ক
বিপন্ন স্বপ্ন, নেই পথ পথপ্রদর্শক
পরাজয়, পরাধীনের দু’শো বছরের বিবর্ণ ইতিহাস
চব্বিশ বছরের বঞ্চনা, শোষণ, নিপীড়নে জরাগ্রস্ত
হঠাৎ ৭ই মার্চ
এক অগ্নিস্ফুলিঙ্গ হতে উদগীরণ হলো
মুক্তির উত্তপ্ত লাভা
“এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”
মেঘে ঢেকে দেওয়া দীপ্ত সূর্যটা আবার আলো ছড়ালো
পথ দেখালো, পথ চেনালো
উদ্বুদ্ধ, উজ্জীবিত, সম্মোহিত জনতা
সম্মিলিত, সমন্বিত প্রচেষ্টা
রুপ নিলো অপ্রতিরোধ্য দাবানলে-
“রক্ত যখন দিয়েছি, আরও রক্ত দেব,
তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশা আল্লাহ।
দৃঢ় প্রতিজ্ঞ, অবিচল বিশ্বাস আর
বাংলার মানুষের প্রতি অফুরন্ত ভালোবাসায়
বিজয় সুনিশ্চিত হলো
অস্তমিত সূর্যটা আবার উদিত হলো
স্বাধীনতার প্রজ্জ্বলিত চিরন্তন আলোক পৃন্ড হয়ে।