যে দিকেই তাকাই
তোমাকেই দেখতে পাই
বাংলার মাঠ-ঘাট, বাংলার নদ-নদী
ফসলের মাঝে কৃষকের হাসি
মাঝির কন্ঠে ভাটিয়ালি গান
উদাস গলায় বাউলের সুর
নৈপুণ্যতায় ভরা নদীর হিল্লোল।
যে দিকেই তাকাই
তোমাকেই দেখতে পাই।
বাংলার আকাশ-বাতাস বাংলার জনপদ
উড্ডয়ন পতাকার লাল সবুজের দোল
মানচিত্রের বৈচিত্রময় আঁকা-বাঁকা রেখা
রাখালের বাঁশির মায়াবী সম্মোহনী সুর
পরিশ্রমে সিক্ত শ্রমিকের ঘামের গন্ধ।
যে দিকেই তাকাই
তোমাকেই দেখতে পাই
বাংলার ছড়া-কাব্য, বাংলার ইতিহাস
কবির অমর কবিতা, লেখকের লেখনী
ছড়ার নান্দনিক মাধুর্যময় অপরুপ ছন্দ
সাহিত্যিকের বিশ্বজয়ী সাহিত্য
ইতিহাসের গৌরবময় অধ্যয়।
যে দিকেই তাকাই
তোমাকেই দেখতে পাই।
বাংলার মিছিল-শ্লোগান বাংলার প্রতিরোধ-প্রতিবাদ
যুবকের টগবগে রক্তে উত্তাল রাজপথ
প্রবীণের বুদ্ধিমত্তা আলোকবর্তিকা
প্রতিরোধ শব্দের প্রতিটি অক্ষরে
প্রতিবাদী মানুষের উড্ডয়ন তর্জনীতে
যে দিকেই তাকাই
তোমাকেই দেখতে পাই।