দুদিনের দুনিয়ায় সব কিছু মিছে হায়
যত আছে ধন সম্পদ।
ফেলে যেতে হবে যাবে চলে যবে
যতই কর মহব্বত।
দারা পুত্র পরিবার যাবেনা সাথে আর
একা এসেছো একাই যেতে হবে।
ক্ষণ সুখের আশায় যা করলে দুনিয়ায়
সবই পরে রবে।
ধন সম্পদ টাকা পয়সা বাড়ায় শুধু সমস্যা
এই অবনী পরে।
দ্বন্দ কলহ অত্যাচার মানবের এই আচার?
কত দিন করবে গায়ের জোরে।
দিনে সত্তর বার কবর ডাকে বার বার
এখনও হল না হুস।
কত রঙিন সাজে কর্ম কর বাজে
এতই অসার মানুষ ।
সময় নেই বেশি সামনে কালনিশি
পরপারের সঞ্চয় কর।
যেতে হবে পরপারে প্রাণ পাখি গেলে উড়ে
দুনিয়াতে হও যত বড়।
ধৈর্যে বাঁধ বুক দুনিয়ায় ক্ষণ সুখ
করনা ক্ষণ সুখের আশা।
শেষ ভাল যার সব ভাল তার
শেষ ভালোর জন্য কর তপস্যা।