জীবনের বাঁকগুলো পেরোতে পেরোতে  
পেরিয়ে এসেছি অনেকটা পথ
ভাঙ্গা রাস্তায় এখনও হোঁচট খেয়ে চলেছি
পড়ে যাই আবার উঠে দাঁড়াই
আবার পড়ে যাই পুনরায় উঠে দাঁড়াই
এভাবেই গন্তব্যের দিকে এগিয়েছি অনেকটা পথ।

অবসন্ন মন ক্লান্ত দেহ
বারবার পিছু ফেরতে চায়
পেছনে ডাকে ঈর্ষাপরায়ণ মানুষগুলো
নিরুৎসাহিত শব্দগুলো ভিড় করে চারিপাশে
মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে দিতে চায়না কেউ
সবাই চায় পেছনে থাকুক।

শত লাঞ্ছনা বঞ্চনার মাঝেও চলেছি
চলার গতি থমকে গিয়েছে কিন্তু থেমে যায়নি
ধৈর্য ধরেছি, সাহস হারাইনি
বিশ্বাস রেখেছি নিজের ওপর ‘আমিই পারবোর’,
‘পারতেই হবে আমাকে’।


তাইতো পেরেছি, এখন পেছনে তাকিয়ে দেখি
স্বপ্নহীন, ভীতু মানুষগুলো আলোকবর্ষ পেছনে
সব কিছুই সম্ভব যদি দৃঢ় প্রত্যয় থাকে মনে
অদম্য জয়ের নেশা দূর্গম পথকে মসৃন করে
শুধুই বিশ্বাসের সাথে সেই পথে এগিয়ে স্বপ্ন ছোঁয়া।