সোফিয়া
-মোহাম্মদ আফজাল হোসেন মাসুম
প্রযুক্তির যন্ত্রমানবী
বিশ্ব সেরা সোফিয়া আজ অবধি।
কৃত্রিম বুদ্ধিমত্তায় অসাধারণ সোফিয়া
আলোচনার শীর্ষে বিশ্ব ব্যাপিয়া।
যুক্তরাষ্টে শুরু জন্ম প্রক্রিয়া
হংকং-এ জন্ম জানে বিশ্ব জুড়িয়া।
জন্মদাতা ডেভিড হ্যানসন
সৃষ্টির বিষ্ময় কৃত্রিম মন।
মাতৃগর্ভ হ্যানসন রোবটিকস
রোবটে শুরু না হয় যেন পৃথিবীর অশুভ পলিটিকস।
সোফিয়া অবয়ব বিশ্বখ্যাত অড্রে হেপবার্ন
তুমি উৎকর্ষ প্রযুক্তির বিষ্ময়কর সন্তান।
নাগরিকত্ব পাওয়া বিশ্বের প্রথম যন্ত্রমানবী
তোমার সৃষ্টিতে উদ্বুদ্ধ,উজ্জীবিত অবাক পৃথিবী।
সোফিয়াতে শুরু চলবে নিরন্তর
পৃথিবীর কল্যানে প্রস্ফুটিত হোক রোবটদের কৃত্রিম অন্তর।
‘টেক টক উইথ সোফিয়া’
বাংলার মন নিল কাড়িয়া।
সোফিয়ার অভিব্যক্তি- মনের আবেশ
দারুণ লাগছে বাংলাদেশ।
(দৈনিক প্রথম আলো পত্রিকার খররের আলোকে রচিত, পৃথিবীর প্রথম যন্ত্রমানবী সোফিয়া)