স্বর্গসম স্বদেশ আমার
সোনার বাংলা তুমি
স্বপ্ন আঁকা স্নিগ্ধ মাখা
আমার প্রিয় জন্মভুমি।
বাংলা ভাষার মধুর সুরে
প্রাণ যে ওঠে দোলে
মাগো তোমার স্নেহ মাখা
স্নিগ্ধ কোমল কোলে।
শাপলা ফোটে দিঘির জলে
কোকিল ডাকে ডালে
স্বর্গসুধা জন্মভুমি
জড়ায় মায়ার জালে।
হাজার নদীর স্রােত ধারা
ছল ছলিয়ে চলে-
মাগো তোমার স্নেহ মাখা
স্নিগ্ধ কোমল কোলে।
ভোরের আলোয় মধুর সুরে
হাজার গানের পাখি
বনবনানির শাখার পরে
ওঠে সবে ডাকি।
মিষ্টি গানের মধুর সুরে
ঘুমের নয়ন খোলে-
মাগো তোমার স্নেহ মাখা
স্নিগ্ধ কোমল কোলে।
শিশির সিক্ত দূর্বা ঘাস
প্রাণে লাগায় দোলা
নয়ন জুড়ায় তোমায় হেরী
যায়না কভু ভোলা।
তোমার বুকে মাথা রেখে
প্রাণ যে ওঠে দোলে-
মাগো তোমার স্নেহ মাখা
স্নিগ্ধ কোমল কোলে।
পুষ্প ফুটে পুষ্প বনে
গন্ধ বিলায় সবে
তোমার বুকে স্বর্ণ ফলে
ধান সর্ষে যবে।
কত শিল্পী কবি সাহিত্যিকে
ঘুমিয়ে মাটির তলে-
মাগো তোমার স্নেহ মাখা
স্নিগ্ধ কোমল কোলে।