১৫ই আগস্ট,
একটি জাতির একটি ইতিহাস
একটি জাতির চির সর্বনাশ
একটি জাতির ভীষণ লজ্জা
একটি জাতির ভাঙ্গা কবজা।
১৫ই আগস্ট,
একটি জাতির রক্তের দাগ
একটি জাতির রুদ্ধ বাক
একটি জাতির অভিশাপ
একটি জাতির মহাপাপ
১৫ই আগস্ট,
একটি দেশের মানচিত্রে আঘাত
একটি দেশের পতাকায় পদাঘাত
একটি দেশের সার্বভৌমত্ব কম্পিত
একটি দেশের স্বাধীনতা ভূলুন্ঠিত।
১৫ই আগস্ট,
একটি দেশের নিভল মশাল
একটি দেশের ক্ষতি বিশাল
একটি দেশের স্থপতি নিধন
একটি দেশের মলিন বদন।