শেলী,
তুমি অনন্তকাল হ্নদয়ে
ফুটন্ত রক্তিম গোলাপ
তুমি আমরণ জীবন সঙ্গি
মিষ্টি মধুর আলাপ।
শেলী,
তুমি অহর্নিশ আমার
রঙিন মনের কল্পনা
তুমি হলে জীবন ভাতি
তৃপ্তি দায়ক সান্ত¦না।
শেলী,
তুমি আমার জীবন মরণ
বক্ষে সুখের সুচনা
তুমি আমার পরাণ পাখি
ভালবাসার ময়না।
শেলী,
তুমি ব্যথা ভরা অন্তরে
একটু সুখের লেশ
তুমি এলে ক্ষতস্থানে
শান্তি লাগে বেশ।
শেলী,
তুমি আছ হ্নদপৃন্ডে
অন্তরের অন্তস্থলে বাস
তুমি হলে প্রেম বাগানে
গোলাপের সুবাস।
শেলী,
তুমি দীপ জ্বেলেছো
আমার হ্নদয় কুঠিরে
তুমি ছাড়া জীবন আমার
নিমজ্জিত মরণ সাগরে।
শেলী,
তুমি হলে আশার প্রদীপ
বেঁচে থাকার প্রেরণা
তুমি ছাড়া আমায় কেহ
তোমার মত বুঝে না।
শেলী,
তুমি,তুমি-তুমি শুধু
আছ হ্নদয় মাজারে
তুমি বিহীন মৃত আমি
জীবন্ত লাশ কবরে।
রচনাকালঃ ১৩.০৪.১৯৯৮
রাজীব ছাত্রাবাস,নাটোর