হে মোহাম্মাদ (সাঃ)
  চাই তোমারই শাফায়াত।

                  তিমির রজনী দিতে হবে পারি
                  অগণিত যাত্রী একজন কান্ডারী
                  উত্তাল তরঙ্গে বারিধী অশান্ত
                  শঙ্কাহীন বাধাহীন চলে ন্যায়ের সৌধ।
                             ধরেছে হাল শ্রেষ্ট কান্ডারী
                             শত বিপদে নির্ভয়ে যাতায়াত।

হে মোহাম্মাদ (সাঃ)
   চাই তোমারই শাফায়াত।
          
       ইয়া  নাফসি-ইয়া  নাফসি  ছুটে  চলে  উম্মত
       সকল শক্তি আজি পেয়েছে লোপ নেই কোন হিম্মত
        বিব্রত দিশাহীন পদে পদে সমস্যা
        তোমারই তরে খুঁজে ফিরে মুক্তির অন্বেষা।
                           ধর হাল মার বৈঠা
                            তুমি ছাড়া সব বরবাত।

   হে মোহাম্মাদ (সাঃ)
    চাই তোমারই শাফায়াত।

             দিতে হবে পারি বিভীষিকা রজনী শুধুই অন্ধকার
             সন্তপ্ত মন আসন্ন বিপদে কান্দে সবার
              ব্যর্থ হলে যাবে নরকে কঠিন সে স্থান
             নির্ভয়ে চলে সত্যর সৈনিক বুকে আল-কোরআন।
                           দিনমনি দাও আলো অন্ধকারে
                            পারি দিই ফুলসিরাত।

   হে মোহাম্মাদ (সাঃ)
    চাই তোমারই শাফায়াত।

               মহা শঙ্কা চৌদিকে বীভৎস হাহাকার
             দীর্ঘ পথ অবসন্ন মন কঠিন সে পারাপার
               ক্ষীপ্ত হিল্লোলে শঙ্কা নাশিতে সকলি অস্থির
               সত্যর তরনী স্বগর্বে চলে মাঝি মহাবীর।
               ‘লাইলাহা ইল্লাল্লাহু’ চলছে শঙ্কাহীন
                           বাকি সব কুপোকাত।
                           হে মোহাম্মাদ (সাঃ)
                             চাই তোমারই শাফায়াত।