প্রসব বেদনা!
কাগজ কলমের অন্তরঙ্গ মিলনে
কবির মস্তিষ্ক থেকে
জন্ম হবে একটি ধ্রুপদী কবিতা।
প্রসব বেদনা!
নজরুলের 'বিদ্রোহী' কবিতার জন্ম আর হবে না
সাহসী উচ্চারণে নরক অনলে
আর কেউ পুড়তে চায় না।
প্রসব বেদনা!
তবু অনিয়মের শৃঙ্খল ভাঙতে হবে
নৈতিকতার চরম বিপর্য থেকে রক্ষা করতে হবে
বিবেকের কালি দিয়ে লিখতে হবে সত্যকথন।
প্রসব বেদনা!
একটি কবিতা প্রসবের যন্ত্রনায় কাতর বাংলাদেশ
জরায়ুমুখে দলীয় সন্ত্রাসীদের নির্লজ বিচরণ
তবু একদিন লোহ কপাট ভেঙে জন্ম নিবে একটি বিদ্রোহী কবিতা।