প্রেয়সী তুমি আছ হ্নদয়ে গভীরে
প্রেয়সী তুমি আছ মনের বন্দরে
প্রেয়সী তুমি আছ নীল দিগন্তে
প্রেয়সী তুমি আছ শেষ সীমান্তে
প্রেয়সী তুমি আছ সুখের দিনের উল্লাসে
প্রেয়সী তুমি আছ দুঃখের দিনের প্রশ্বাসে
প্রেয়সী তুমি আছ রবী ঠাকুরের কবিতায়
প্রেয়সী তুমি আছ নজরুলে সুর মহিমায়
প্রেয়সী তুমি আছ লিওনার্দোর ক্যানভাসে
প্রেয়সী তুমি আছ বিজয় মিছিল উচ্ছ্বাসে
প্রেয়সী তুমি আছ তানসেনের সম্মোহনী সুরে
প্রেয়সী তুমি আছ কাছে কিংবা অনেক দূরে
প্রেয়সী তুমি আছ প্রজ্জ্বলিত অগ্নিদহে শীতলতায়
প্রেয়সী তুমি আছ প্রচন্ড হিমে পরম উষ্ণতায়
প্রেয়সী তুমি আছ হিমালয় পর্বত চূরে
প্রেয়সী তুমি আছ সাগরের নিন্মস্তরে
প্রেয়সী তুমি আছ আমার হয়ে আমার অন্তরে
প্রেয়সী তুমি আছ আমার ভেতর তোমার বাহিরে
প্রেয়সী তুমি আছ থাকবে চিরকাল
প্রেয়সী তুমি আছ সর্বত্র জ¦ালিয়ে ভালবাসার মশাল।