না, উত্তপ্ত মরু বালুকাময়
তোমার ঐ কঠিন হ্নদয়ে
আমি আর ফিরে যাব না।
তোমার পাষাণ হ্নদয়ের জাঁতাকলে
আমার ভালবাসা চূর্ন-বিচূর্ন
ক্ষত-বিক্ষত, রক্তে লালে লাল
তুমি পাষাণী,তুমি হ্নদয় খুনি।
না, আমি ফিরে যাব না।
তোমার পাথরের ঐ কঠিন হ্নদয়ে
কোন ভালবাসা নেই
নেই এতোটুকু মায়া
নেই ক্ষত-বিক্ষত রক্ত ঝরা হ্নদয়ে
তোমার ভালবাসা দিয়ে
একটু শান্তির প্রলেপ দেবার মতো
একটি সুস্থ মন।
না, আমি ফিরে যাব না
তোমার ঐ কঠিন হ্নদয়ে।
তোমার প্রেমে শুধু আছে অগ্নিদাহ
যা পুড়িয়ে ছারখার করে সব কিছু
নিঃশেষ করে দেয় ভালবাসা
বিনিষ্ট করে দেয় জীবন প্রবাহ
ভালবাসার গলা টিপে
তিলে তিলে যন্ত্রনা দিয়ে
প্রতারণার কঠিন জাল বুনে
তুমি আমাকে উন্মাদ করেছো
রক্ত ঝরা আহত প্রাণের অব্যক্ত ভাষা
বুঝনি কোন দিন কোন ক্ষনে-
আজ কেন এই নির্দয় মিনতি?
না, আমি ফিরে যাব না
তোমার ঐ কঠিন হ্নদয়ে।
একদিন বুক ভরা অফুরন্ত ভালবাসা ছিল
শুধু, শুধু তোমার জন্য
ছিল দু’চোখ ভরা কত স্বপ্ন
নীলিমার ঐ অচিন দেশে
যেখানে কোন কলাহল নেই
নেই সমাজের কঠোর দৃষ্টি
যেখানে ব্যর্থতা বলে কিছু নেই
আছে শুধু ভালবাসা আর ভালবাসা
অফুরন্ত ভালবাসা
যেখানে আকাশ মিশে মাটির সাথে
যেখানে সাগর জড়ায় নদীর আলিঙ্গনে
যেখানে শেতাঙ্গ মিলে কৃষ্ণাঙ্গ দেহে
সেখানে শুধু তুমি আর আমি
বাবুই পাখির মতো
ভালবাসার খড়কুটো দিয়ে
প্রেমের ছোট্র নীড় গড়ব।
কিংবা
সাগর সৈকতে
তুমি আর আমি বিজনে দাঁড়িয়ে
হাতে হাত রেখে
লজ্জায় লাল হওয়া সূর্যটা
সাগরের প্রেমে হাবুডুবু খেয়ে
নিশি যাপনের যৌন্যতা
নিরবে অনুভব করব।
কিন্তু সব স্বপ্ন ঝরে গেছে
চৈত্রের খরতাপে
তোমার বিষাক্ত নিঃশ্বাসে-
না, আমি ফিরে যাব না
তোমার ঐ কঠিন হ্নদয়ে।
সময়ের প্রয়োজনে
বদলে গেছি অনেক
হস্তে মদের বোতল
পকেটে পিস্তল,রিভারভাল
পরনে রঙ চাটা জিন্সের প্যান্ট
মুখ ভরা ছোট ছোট দাড়ি
চোখে কালো চশমা
রক্ত নিয়েই আমার খেলা।
রক্ত পিপাসু এই পাষান্ড বুকে
আজ কোন ভালবাসা নেই
নেই কোন স্বপ্লিন স্বপ্ন
শুধু আছে পরাজয়ের বেদনা
জ¦ালা যন্ত্রনা আর
না পাওয়ার তীক্ত অভিজ্ঞতা
ওহ কি নিদারুন কষ্ট
কেন এই পরিবর্তন,বলতে পার?
কেন এই বেশ আমার
শুধু তোমার তোমারই জন্য
আমার এ পথ বেছে নেওয়া।
তোমার দেওয়া কষ্ট
আমাকে এতো দূর নিয়ে এসেছে।
আজ আমি মানুষ নই অমানুষ
সুস্থ সমাজে অশান্তি আসে
আমার বিষাক্ত নিঃশ্বাসে
একাকিত্বকে বড় বেশি ভালবেসে ফেলেছি
আমাকে আমার মতো
নিঃসঙ্গ জীবন নিয়ে
একাকী থাকতে দাও
না, আমি ফিরে যাব না
তোমার ঐ কঠিন হ্নদয়ে।