সাতই মার্চের ভাষণ ছিলো
মুক্তিযুদ্ধের মূল,
সেই ভাষণে ঘরে আসে
স্বাধীনতার ফুল।

বজ্রকণ্ঠে অগ্নি ঝরে
শত্রুুর বুকে ডর,
জাগ বাঙালি মুক্তির তরে
পাক সেনাদের ধর।

লক্ষ প্রাণের বিনিময়ে
যুদ্ধ হলো শেষ,
পেলাম মোরা স্বাধীনতা
সোনার বাংলাদেশ।