রুধির ধারায় “একুশ” এল
অরুন শশীর বিহনে,
রক্তে সিক্ত নীলাম্বরী
কুন্তলা উড়ে পবনে।
স্থপতি-এ-রক্তিম খেলার
পরিপোষণ শ্বাপদ শরণ্য,
রক্ত খেলার দূগর্ম পথে
রফিক সালাম বরেণ্য।
নশ্বর মেদিনীর
অবিনশ^র সৈনিক,
হৃদয়েতে তারই গান
গাহি মোরা দৈনিক।
ইতিহাসে অর্ক-সিতাংশু
তারা হৈমধ্বজ বহ,
শত শতাব্দি চলবে তাদের
মহান ত্যাগের প্রবাহ।
জীবনান্তে রোষাগ্নি
তিল ঠাই মনে নাহি,
দানবীরে দেশ প্রেমে তারা
অবিনশ্বর বাহী।