নীলাম্বরে নীলপরী
বুকের গহীনে ধারণ করি।
অনশন ভেঙ্গে জেগে উঠি
কাঁদতে গিয়ে হেসে উঠি
মেঘের আড়ালে গিয়ে ফিরে আছি।
নির্জন থেকে লোকালয়ে
স্তব্ধতা থেকে স্বতঃস্ফুর্ততা
অন্ধকার থেকে আলোতে
অমাবস্যা থেকে পুর্নিমায়।
নীলাম্বরে নীলপরী
আমাকে ভেঙ্গে তোমাকে গড়ি।
অম্বরে তীব্র যৌনতা
শাড়ীর ভাঁজে ভাঁজে যৌবনের গন্ধ
শরীরে শিহরণ চিন্তায় বিভ্রাট
সন্যাসী পথচূত,নীলে দিশেহারা।
আকর্ষন-বিকর্ষন চুম¦কীয় ধর্ম
উজ্জল আলোয় ছুটে চলা পতঙ্গ
নীলাম¦রের সুক্ষè ফাঁকে হেসে উঠে
নিটোল,উন্নত পয়োধর।
আমার অস্তিত্ব তোমাতে বিলিন করি
নীলাম্বরে নীলপরী।
মান্দা,নওগাঁ-২৩-০১-২০১৮