অস্ত্র, গোলাবারুদ, খুন ও ধর্ষণ
ভয়ংকর সব জটিল শব্দগুলো
দখল করে নেয় শান্তি প্রিয় বাঙালির অভিধান
এলএমজি, মেশিনগানে রক্তের হোলি খেলা
মৃত্যুর কফিনে নারকীয় নগ্ন উল্লাস
থমকে যায় মানুষ ও মানবতা।
বাসর রাতে নববধূর স্বপ্নের অকাল মৃত্যু
সিঁথির সিঁদুর মুছে দেয় পাশবিক জান্ত
নারীর বুকে উল্লাসে মাতে শকুনের দল
মায়ের জঠরে চিৎকার করে যুদ্ধ সন্তান
থমকে যায় মানুষ ও মানবতা।
গর্জে ওঠে এক তর্জনী
পাল্টে যায় হিসেব নিকাশের পান্ডুলিপি
জিয়নকাঠির জাদুর স্পর্শে ঘুম ভাঙ্গে স্বপ্নহারা মানুষদের
তেজদীপ্ত আহবানে জেগে ওঠে দৃঢ় প্রত্যয়ে
উজ্জীবিত, উচ্ছ্বাসিত মুক্তি পাগল জনতা
খোলস ছেড়ে বেড়িয়ে আসে মানুষ ও মানবতা।