হাসি খুশি মেয়েটা
নাম তার হানি,
মিষ্টি মধুর কথা বলে
হ্নদয় দিয়ে শুনি।
টানা টানা চোখ দু‘টি
মেঘবরন চুল,
তাকে ছাড়া জীবন আমার
ষোল আনাই ভুল।

দৃষ্টি নন্দন অবয়ব
যেন আগ্রার তাজমহল,
প্রথম দেখেই তার প্রেমে
হয়েছি পাগল।

মুখে তার লেগে থাকে
মোনালিসার হাসি,
তাকে যদি না পাই আমি
গোলায় দেব ফাঁসি।

তৃষিত কন্যা সে
মানস হারিণী,
বিধুমুখী,নয়নাভিরাম
যেন স্বর্গের রাণী।

চলনে তার নৃত্য আসে
কথায় আসে গান,
তারে মধুর চেয়ে মধুর লাগে
যদি করে অভিমান।

শাড়িতে সে বনলতা
শার্ট প্যান্টে ম্যাডোনা,
ভালবাসি হানি তোমায়
কভু আমায় ভুলনা।