মাগো আমি মুজিব হব
ধরবো দেশের হাল
নীল আকাশে উড়িয়ে দেব
লাল-সবুজের পাল।
বন-বনানিতে ভরিয়ে দেব
সবুজ রঙের প্রাণ,
পাখির কণ্ঠে মধুর সুরে
বাংলা মায়ের গান।
মাঠে-ঘাটে ছড়িয়ে দেব
বাংলা মায়ের হাসি,
সবার প্রাণ রাঙিয়ে দেব
বাংলা ভালবাসি।
মুজিব হব মুজিব হব
এই করেছি পণ,
দেশের সেবা করব আমি
সারাটি জীবন।
মুজিব হব দেশের তরে
বিলিয়ে দেব প্রাণ,
ধন্য ছেলে বলবে সবাই
ইতিহাস প্রমাণ।