ওগো মেয়ে তোমার আশা
শ্বশুর বাড়ি গিয়ে
একা একা থাকবে তুমি
বরকে সাথে নিয়ে।
শাশুড়ি আর শ্বশুর ফেলে
গড়বে নতুন বাসা,
কালকে যারা আপন ছিল
আজকে বানে ভাসা।
তাঁদের রেখে একলা ঘরে
লজ্জা হয়না খেতে,
তাদের ছাড়া বরকে তুমি
কেমন করে পেতে?
মেয়ে তুমি আজকে বধূ
কালকে বুড়ি হবে,
তখন তোমার ঘরে হয়তো
ছেলের বউ যে রবে।
একই দশা তখন তোমার
হবে কর্ম গুণে,
চোখের জলে ভাসবে সেদিন
রাখো আজি শুনে।
(ছন্দঃ স্বরবৃত্ত, মাত্রাঃ ৪+৪+৪+২)