জুঁই
তুমি আসলেই আমার কুঁড়েঘর অট্টালিকা হবে
সে ঘরে আর বৈদ্যুতিক বাল্বের প্রয়োজন হবে না
প্রয়োজন হবে না এয়ারকন্ডিশনের।

আর কখনো পূর্ণিমার চাঁদ দেখার
অহেতুক বায়না ধরবো না
কারণ চাঁদ এখন আমার ঘরেই রোজ ওঠে।
আর কখনো রক্তিম সূর্যালোক দেখতে
সৈকতে যাব না
আমার কাছে এটা এখন বড়ই অর্থহীন
কারণ সোনালী সূর্য এখন আমার ঘরেই আলো ছড়ায় প্রতিদিন।

আর কখনো খোদার কাছে বেহেস্তের হুরের সান্নিধ্য চাইব না
হুর দেখার অতৃপ্ত বাসনা আমার আর নেই
কারণ আমার কুঁড়ে ঘরেই হুর এখন রোজ আসর জমায়।

©copyright: @afjal
রচনাকাল: ০৬.১০.২৩, বনানী, বগুড়া।