মিটিমিটি তারা
আকাশে দেয় সাড়া।
মুগ্ধতা ছড়িয়ে
হই দিশেহারা।

সাদাসাদা কাশবন
ঝিরিঝিরি পবন।
উদাস ওই দুপুরে
ঘরে রয় না মন।

হাসিহাসি মুখটা
রাশিরাশি সুখটা।
তৃপ্তিতে ভরে যায়
জ্বালাময় বুকটা।