স্নিগ্ধ আঁখি তুলি
মৃদু স্বরে বলি
তুমি শুধু আমার।
নীলিমার দেশে
যাও তুমি ভেসে
ছড়ায়ে রঙের বাহার।
আঁখি জলে সিক্ত করি
ভাঙ্গা হ্নদয় আবার গড়ি
তোমার প্রতিক্ষায়।
তুমি হ্নয়ের স্পন্দন ধ্বনি
তুমি জীবনের পরশ মনি
এই অপরুপ ধরায়।
তুমি আছ স্বয়নে স্বপনে
তুমি আছ হৃদয় ভুবনে
জীবনের পাতায় পাতায়। খুলে যায় হৃদয় দার
অর্নিবাণ ভালবাসার
তোমার কোমল হাতের ছোঁয়ায়।
রিক্ত হ্নদয় তিক্ত
সকাল সন্ধা নিত্য
কেন বুঝনা সে ব্যথা।
তোমার একটু খানি ছোঁয়া
হ্নদয় জুড়ে শীতল হাওয়া
আশায় আশায় সজীবতা।
আদর মাখা পরশে
প্রশান্তি মনের হরষে
সহসা জাগে আকিঞ্চন।
আঁকড়ে রাখি হ্নদয় গভীরে
দ্যুলোকে ভ্যুলোকে সর্বতরে
করিয়া হ্নদয় স্পন্দন।
ক্ষীন হতে ক্ষীন তরে
কহিল সে মৃদু স¦রে
বিনিময় ছোঁয়া।
হ্নদয়ের তন্ত্রিতে তন্ত্রিতে
তুমি আছ সুখ ও শান্তিতে
আর নেই কিছু চাওয়া।