আগুন ঝরা রুপ দেখেছি
চাঁদপুরের সে মেয়ে,
এক পলকেই থাকা যায়রে
হাজার বছর চেয়ে।
ইলিশ মাছের পেটির মতো
রুপে যে উপচে পড়ে,
সারা অঙ্গে রুপের ঝিলিক
ঝলমল ঝলমল করে।
নদীর মতো ভরা যৌবন
সারা দেহে মায়া,
কী অপরুপ দৃষ্টিনন্দন
তাজমহলের ছায়া।
পাহাড় আছে নদী আছে
নিখুঁত সারা অঙ্গ,
এমন মেয়ে পাবে নাকো
ঘুরে সারা বঙ্গ।