কেন হল এমন বল
ভুলে যাই মাকে?
যাকে ছাড়া পৃথিবী আধাঁর
কষ্ট কেন তাঁকে?
মায়ের কথায় দোজখ জ্বলে
মায়ের কথায় নিভে,
কিসের নেশায় কিসের আশায়
মাকে কষ্ট দিবে?
সভ্যতার কলঙ্ক
মা কেন বৃদ্ধাশ্রমে?
আল্লাহর বেহেস্ত কিনে নেও
মায়ের সেবার বিনিময়ে।
কেন তাঁকে অবহেলা
কেন অবজ্ঞা?
মা জননীর করব সেবা
করি প্রতিজ্ঞা।
মা হলো ঘরের জ্যোতি
জান্নাতেরই আলো,
স্বার্থের পৃথিবীতে
মা’ই শুধু ভালো।
ভুল করনা ভুল করনা
মাকে কষ্ট দিয়ে,
মায়ের মতো কেউ হবে না
বুঝবে অসময়ে।
সফলকামী মানুষ হতে
মায়ের সেবায় রত,
সবার আগে মায়ের সেবা
এটাই হোক ব্রত।