আকাশ ভরা মেঘ
রোদ্রো ছায়ায় লুকোচুরি
আহা! কি আবেগ।

বৃষ্টি যখন আসে
টিনের চালে টাপুরটুপুর
আনন্দে মন হাসে।

ময়ূর পেখম মেলে
মজা করে পুকুর জলে
হংসমিথুন খেলে।

বড়ই খুশি মনে
ধুয়ে মুছে বসুন্ধরা
রং লেগেছে বনে।