আজকে তুমি অনেক বড়
ভাবছ আকাশ কুসুম,
আসবে যেদিন ভাটার সময়
ভাঙবে সেদিন সে ঘুম।
আলো থাকতে যায় না বোঝা
সামনে আধার রাত্রী,
দিন ফুরালে আমরা সবাই
পরপারের যাত্রী।
দুনিয়াতে কিছুই নাইরে
মিথ্যে অসার ভাইরে,
সময় থাকতে মনকে বুঝাও
সত্যকে দাও ঠাঁইরে।
অহমিকা ছেড়ে দিয়ে
মানুষ হও আগে,
তবেই তুমি বড় হবে
ধরনীর এই বাগে।
কপিরাইট ©@afjal
(লেখকের অনুমতি ব্যতিত আংশিক বা সম্পূর্ণ কপি/ নকল করা চরম দণ্ডনীয় অপরাধ)
ছন্দ: স্বরবৃত্ত, মাত্রা : ৪+৪/৪+২