এক লক্ষ চব্বিশ হাজার নবী এলেন
এই ধরাধামে,
সত্য ও সুন্দরের পথে
আহবান করলেন সফলকামে।
হযরত আদম(আঃ) প্রথম মানুষ প্রথম নবী
মর্যদায় মস্ত,
শয়তানে প্রলোভনে
ছাড়তে হল বেহস্ত।
আল্লাহ তাঁকে শর্ত দিয়ে
পাঠালেন দুনিয়াতে
সেখানে গিয়ে চলতে হবে
আল্লাহর নির্দেশ মতে।
নূহ এলেন, ইদরীস এলেন
এলেন নবী হূদ,
সালেহ এলেন, ইব্রাহিম এলেন
এলেন নবী লূত।
ইসমাঈল এলেন, ইসহাক এলেন
এলেন নবী ইয়াকুব,
ইউসুফ এলেন, শোআয়েব এলেন
এলেন নবী আইয়ূব।
মুসা এলেন, হারুন এলেন
তৌওহিদী বাণী প্রচারে,
ইউনূস এলেন, দাউদ এলেন
দাওযাত দিলেন দ্বারে দ্বারে।
সোলাইমান এলেন, ইলিয়াস এলেন
এলেন নবী যাকারিয়া,
ইয়াসা এলেন, যুলকিফল এলেন
এলেন নবী ইয়াহিয়া।
ঈসা নবী এসে গেলেন
আবার আসবেন দুনিয়ায়,
সকল নবীর একই দাওয়াত
মহান আল্লাহর একত্ববাদ।
সকল নবীই শ্রেষ্ঠ মানুষ
নেইতো তাতে ভুল.
সেরার সেরা বিশ্বনবী
মোহাম্মদ (সাঃ) রসুল।
(পবিত্র আল-কোরআনে বর্নিত ২৫ জন নবীর নাম স্মরণে)
স্থানঃ চাঁদপুর
তারিখঃ ১১.০৫.১৯