তুমি হেমলক দিয়েছিলে আমার বিশ্বাসের জঠরে
সমস্ত শক্তি দিয়ে আমি ধারণ করেছি নিভৃতে
বিশ্বাস ছিল তুমি এমনটি করতে পারোনা
তবু করেছ বিশ্বাসের সুযোগে।
তোমাকে বিশ্বাসে ধারণ করেছি,
নিঃশ্বাসে অনুভব করেছি সকল সন্দেহের উর্ধে
তোমার এক কথায় হিমালয়ের চুড়ায় উঠেছি
প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়েছি
আগ্নেয়গিরির উত্তপ্ত লাভা স্পর্শ করেছি নির্দ্বিধায়।
প্রচন্ড রকমের বিশ্বাস ছিল তোমার প্রতি
তোমার বুকে মাথা রেখে ফেলতাম স্বস্তির নিঃশ্বাস
জানা ছিলনা তোমার নিঃশ্বাসেই ছিল
হাবিয়া দোজখেব উত্তাপ।
দিনশেষে তুমি হারিয়েছো অমূল্য সম্পদ "বিশ্বাস"
যা টাকা দিয়ে ফিরিয়ে আনা যায় না
যাবেও না কখনো।
সমাজের পদে পদে তুমি হবে নিগৃহীত; চতুষ্পদ প্রাণী
পরিত্যাক্ত আবর্জনার স্তুপ।