বার বার চেয়েছি
ভুলে যাব সব কিছু
কিন্তু ভুলতে পারিনি
আহত প্রাণে তোমার স্মৃতি
নিদারুণ কষ্ট হয়ে
ব্যথা আর বেদনায়
আমাকে কাঁদায় আমাকে পোড়ায়।
তোমার বুক ফাটা আর্তনাদ
নির্মম হাহাকারে ঝরা অশ্রু
আমার হ্নদয়াকাশে
বেদনার সুর হয়ে বাঁজে।
রিক্ত হ্নদয় তিক্ত ব্যথায়
অসহ্য যন্ত্রনা আর মর্মপীড়ায়
তোমাকে হারানোর ব্যথায়
আজও প্রাণ কাঁদে
অশ্রু ঝরে দু’নয়নে।
তুমি যদি শুনতে পেতে
আমার হ্নদয়ের কান্না
বুঝতে বিরহের অগ্নিদহ
হ্নৎপৃন্ডের রক্ত ক্ষরণে
আহত প্রাণের ভাষা
তবে পাথরের ঐ কঠিন হ্নদয়
কেঁদে উঠত ব্যথিত হয়ে
অশ্রু ধারায় সিক্ত হত অগ্নি নয়ন
ফুটত ভালবাসার রক্তিম গোলাপ।
কিন্তুু ভাগ্যের নির্মম পরিহাসে
তুমি আজ অনেক দুরে
আমার শক্তির বাহিরে
নীলিমার অচিন দেশে
তাই ভুলতে চেয়েছি সব কিছু
কিন্তু কিছুতেইভুলতে পারিনি
তোমার সেই হ্নদয় কাড়া
মুক্তা ঝরা নির্মল হাসি।