একজন মুজিব
একটি বজ্রকণ্ঠ
একটি তর্জনী
একটি বজ্রমুষ্ঠি
বুলেট বোমা ভয় করেনা উচ্চ করে শির
শত বাধার কঠিন পথে স্বাধীনচেতা বীর
মুজিব ঘুমন্ত বাঙালির চেতনা
অধিকার আদায়ের শ্রেষ্ঠ প্রেরণা।


একজন মুজিব
একটি অগ্নিস্ফুলিঙ্গ
একটি ঐক্যবদ্ধ শক্তি
একটি জাতির স্বপ্ন
পাক বাহিনীর বুকে মুজিব স্থলমাইন
ভেঙে ফেল বজ্রমুষ্ঠে এক তরফা আইন
মুজিব বিশ্বাস হারা বাঙালীর বিশ্বাস
মুহ্যমান বাঙালির নির্ভর আশ্বাস।

একজন মুজিব
একটি পতাকা
একটি জাতি
একটি দেশ
আপন প্রাণ তুচ্ছ হেথা দেশের মূল্য বড়
নিজের হাতে ভেঙেচুরে নিজের হাতেই গড়
বঙ্গবন্ধু সবার প্রাণের স্পন্দন
অস্ত্র ধর যুদ্ধ কর নাহি আর ক্রন্দন।

একজন মুজিব
একটি দুঃসাহস
একটি শপথ
একটি উদাত্ত আহবান
ডাক এসেছে যুদ্ধে যাবার আনতে হবে সূর্য
বাসর হারা নব বধূর হাতে রণতূর্য
সন্তান হারা মাতার কন্ঠে কঠিন বজ্রপাত
স্বাধীনতার চির শত্রু যাক যাক নিপাত।

একজন মুজিব
এক সাগর রক্ত
দু-লক্ষ ভগ্নী মাতা
মহামূল্য সম্ভ্রম
হাজার শকুন ঠোক মেরেছে ষোড়শী বোনের বক্ষে
        বাঁচাও দেশ বাঁচাও মাতা স্বাধীনতার লক্ষ্যে
কান পেতে শোন ঐ জয় বাংলার শ্লোগান
বুক পেতেছি রক্ত দেব বাংলা মায়ের সন্তান।

একজন মুজিব
একটি ইতিহাস
একটি সার্বভৌমত্ব
একটি বাংলাদেশ
        স্বাধীনতার দুর্লভ সূর্য ধরা দিল বাংলার হাতে
সুখে নাচে বুক অশ্রু নয়ন পাতে
সোনা নয় কোহিনূর নয় রক্ত দামে কেনা
বঙ্গবন্ধু অগ্র নায়ক ইতিহাস জানা।