জন্ম নিয়ে বসুন্ধরায়
এলাম বাংলাতে,
প্রথম শিখলাম বাংলা ভাষা
মায়ের সান্বিধ্যে।
বাংলাতে কথা বলি
বাংলাতে গান,
বাংলাতে বাঁধি সুর
বাংলতে সারগাম।
বাংলাতে পড়ি লিখি
বাংলাতে হাসি,
বাংলাতে সুর তোলে
বাংলার বাঁশি।
বাংলাতে সাহিত্য
বাংলাতে অভিনয়,
বাংলাতে বাংলাদেশ
গর্বিত পরিচয়।
বাংলাতে মা ডাকি
বাংলাতে বাবা,
বাংলার অধিকারে
পাকিদের থাবা।
বাংলাতে বায়ান্ন
বাংলাতে অভিমত,
বাংলাতে রক্ত
বাংলাতে সালাম বরকত।
বাংলাতে বিজয়
বাংলাতে উৎসব,
বাংলাতে ইতিহাস
বাংলাতে গৌরব।
রচনাকালঃ ২৫.০৮.২০১৬
স্থানঃ রংপুর