শরৎ এলে শিউলি হাসে
পাখিরা গান গায়,
নদীর ধারে কাশফুল দোলে
মনটা ভরে যায়।
আকাশ জুড়ে খেলা করে
সাদা মেঘের পাল,
বিলে ঝিলে শাপলা ফুটে
গাছে পাকে তাল।
শিশির ভেজা দূর্বাঘাসে
মন হারিয়ে যায়,
মা গো তোমার রূপে সবাই
মুগ্ধ হয়ে চায়।
টিয়া নাচে ইরিং বিরিং
ময়না বাজায় ঢোল,
ঋতুর রানি শরৎ যেন
বাংলা মায়ের কোল।
©afjal hossain