হে শেখ মুজিবুর রহমান
হে
পিতা
বঙ্গপিতা
তুৃমিই বাংলাদেশ
বাংলাদেশের ইতিহাসে
তোমার অবদানের নেই শেষ
৭ই মার্চে তোমার কন্ঠে অগ্নিঝরে
তোমার কথায় বীর জনতা ঐক্য গড়ে
তোমার কথা সবার কথা, তুমিই সবার স্বপ্ন
তুমিই সবার দুঃখের দিনের পথ দেখানো রত্ন
তুমি উত্তাল তরঙ্গে শক্ত হাতে মাস্তুুল ধরা নাবিক
আজি তোমার কন্ঠ লাখো কন্ঠে, জাতি আজ নির্ভীক
তোমার হাতেই বিজয় আসবে জ্বলবে আলোক শিখা
দুর্দিনের অমানিশার অন্ধকারে তুমিই আলোকবর্তিকা
জেগেছে জাতি মুক্তির তরে রুখবে তারে কোন বাঁধা
আসবে বিজয় হাসবে সবাই মনের সুখে নেই কাঁদা
বঙ্গবন্ধুর বলিষ্ঠ নৈতৃত্বে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে
শহীদের রক্তের বিনিময়ে জয় শত্রুর বিরুদ্ধে
বিশ্ব মানচিত্রে সংযোজন নতুন এক দেশ
নাম তার সোনার ‘বাংলাদেশ’
ব-এ বারুদ,ব-এ বোমা
কোন শত্রুুর নেই ক্ষমা
ব-এ হয় বঙ্গবন্ধু
ব-এ বাংলাদেশ
ইতিহাসে
তোমার
কীর্তির
নেই
শেষ