আগস্ট এলে মনে পড়ে
বঙ্গবন্ধুর কথা,
আগস্ট এলে বুকে লাগে
পিতা বিয়োগ ব্যথা।
আগস্ট এলে বুকটা ভাসে
তপ্ত আঁখি জলে,
আগস্ট এলে মনের ভেতর
মহাযুদ্ধ চলে।
আগস্ট এলে মনে জাগে
প্রতিশোধের নেশা,
আগস্ট এলে স্পষ্ট হয়
হত্যাকারীর পেশা।
আগস্ট এলে দু’চোখ জুড়ে
আবছা আবছা দেখি,
আগস্ট এলে শোকাবহ
বিয়োগনামা লেখি।