স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪/৪+২
মনের মাঝে আছো তুমি
আছো হৃদয় জুড়ে,
তোমায় দেখার ইচ্ছে জাগে
যতই থাকি দুরে।
দিবা রাতি একলা বসে
যত কথাই ভাবি,
নয়ন জুড়ে ভেসে ওঠে
তোমার মুখের ছবি।
রাতের বেলা ঘুমাই যখন
স্বপ্নে এসে বলো,
আকাশ জুড়ে জোছনা নামে
ছাদে নিয়ে চলো।
ছাদে গিয়ে হাতটি ধরে
গল্পে কাটাই রাতি,
আসুক যতই বিপদ আপদ
হাত ছেড়ো না সাথি।
তোমার খুশিই আমার খুশি
জেনে রাখো তুমি,
তোমায় ছাড়া নিঃশ্বাস বন্ধ
মরে যাব আমি।
বিশ্বাস রেখো মনের ভেতর
ছিলাম আছি থাকবো,
অনন্তকাল আমার এ মন
তোমার জন্যই রাখবো।
রচনাকালঃ ০৮.০৬.২১,