আমার দেশ তোমার দেশ
সোনার বাংলাদেশ,
ঋতু ভেদে নানা রুপে
রুপের নেইকো শেষ।

পাখি ডাকে কিচিরমিচির
মন মাতানো গান,
বিলে ঝিলে নানা ছবি
ভরে উঠে প্রাণ।

শাপলা ফুটে দিঘির জলে
ফসল ভরা মাঠ,
সবুজ শ্যামল বাংলা আমার
যেন রুপের হাট।

এঁকেবেঁকে নানা নদী
জুড়ে সারা দেশ,
সবচেয়ে প্রিয় আমার কাছে
আমার বাংলাদেশ।

©afjal© লেখক কর্তৃক সংরক্ষিত।
জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকায় ১২.১১.২৩ তারিখে প্রকাশিত।