আমাদের গ্রাম বড়ই সুন্দর
দেখতে ভারি বেশ,
মনটা জুড়ায় প্রাণটা জুড়ায়
কাটে নাকো রেশ।
গ্রামটি আমার একেক বেলা
ধরে একেক রুপ,
লতায় পাতায় শ্যামল ছায়ায়
দেখতে ভারি খুব।
সারি সারি কলা বাগান
নানা রকম ফল,
স্নিগ্ধ কোমল আলো বাতাস
স্বচ্ছ দিঘির জল।
মাঠে সোনার ফসল দোলে
শাপলা ভরা বিল,
সবার সাথে সবার মোদের
গলায় গলায় মিল।
দখিন দিকে ভরা নদী
উপচে পড়ে ঢেউ,
বাঁশ বাগানে শালিক ডাকে
আত্মহারা কেউ।
ফুলে ফলে ভরা গ্রামে
তোমার নিমন্ত্রণ,
পড়ার পাঠ চুকিয়ে দেবো
খেলবো সারাক্ষণ।
আমার গাঁয়ে পাবে বন্ধু
টেংরা পুঁটি কই,
চিড়া, মুড়ি, সবরি কলা
গামছা পাতা দই।
আমার গাঁয়ে এসো বন্ধু
সুখের ছোঁয়া পেতে,
শীতল পাটি বসতে দেবো
পানতা দিবো খেতে।।
রচনাঃ ২০.১০.২০১৮
স্বরবৃত্ত মাত্রাঃ ৪+৪/৪+২
©afjal