আবার যদি আসতে তুমি
ধন্য হতো বঙ্গভূমি।
থেমে যেত অন্যায়ের ধারা
চারিদিকে পড়তো সাড়া
নতুন সুরে গাইতো পাখি
আলো পেত অন্ধ আঁখি
মিটে যেত অন্ত জ¦ালা
তোমার গলায় বিজয় মালা
শূন্য হ্নদয় পূর্ণ হতো
বাংলা যদি তোমায় পেতো।
আবার যদি আসতে তুমি
ধন্য হতো বঙ্গভূমি।
জাতি পেতো পিতার আদর
বেড়ে যেতো দেশের কদর
থাকতো না আর অবিচার
সবাই পেতো সম অধিকার
থাকতো না আর অধঃপতন
দেশের হতো উন্নয়ন
বিশ্ব সেরা দেশ হতো
বাংলা যদি তোমায় পেতো।
২৭.০৯.১৯
চাঁদপুর