আজ আমাকে কাঁদতে দাও
বুকের ভেতর জমাট বাঁধা কষ্টগুলো
অশ্রু হয়ে ঝরতে দাও
আজ আমাকে কাঁদতে দাও।
বন্ধ নিঃশ্বাস ছাড়তে দাও
বন্ধ দরজা খুলতে দাও
ভীরু মজ্জায় সাহস দাও
বুকের কথা মুখে দাও
ইচ্ছে মতো বলতে দাও
আজ আমাকে কাঁদতে দাও।
খাঁচা ভেঙে উড়াল দাও
মাথার উপর ছায়া দাও
বাদল দিনে ছাতা দাও
নিরাশা প্রাণে ভরসা দাও
মুক্ত কন্ঠে গাইতে দাও
আজ আমাকে কাঁদতে দাও।
ফেব্রুয়ারির ভাষা দাও
মার্চের ভাষণ দাও
ডিসেম্বরের মুক্তি দাও
আগস্ট এলে কাঁদতে দাও
পুত্রের জন্য পিতা দাও
আজ আমাকে কাঁদতে দাও।