“এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”
দারাজ কন্ঠে মুক্তির ডাক দিল যে সন্তান
তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মহীয়ান।
তিমিরে ঢাকা জাতির ভাগ্য মাথা নুজ্ব পরাধীন
এক তর্জনী উঁচিয়ে তিনি বাংলা করেছে স্বাধীন।
দ্ব্যর্থহীন উচ্চারণ দীপ্ত কন্ঠে ৭ই মার্চের ভাষণ
ইতিহাসে স্বর্ণাক্ষরে বন্ধবন্ধুর চিরস্থায়ী আসন।
স্বাক্ষী আকাশ, স্বাক্ষী বাতাস, স্বাক্ষী রেসকোর্স ময়দান
স্বাধীন জাতির স্বাধীন দেশ বন্ধবন্ধুর অবদান।
২টা ৪৫ মিনিট থেকে ৩টা ১৫ মিনিট এক ঐতিহাসিক ভাষণ
বাংলাদেশের মহান স্বাধীনতার ভিত্তিপ্রস্থর স্থাপন।
জেগেছে স্পৃহা স্বাধীনতার তরে কেউ নয় ভীত
বঙ্গবন্ধুর নেতৃত্বে জাতি, স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত।
সেই ভাষণ যেন দিশেহারা জাতির আলোকবর্তিকা
প্রজ্জ্বলিত দাবানলে ভেঙ্গে পড়ে পাকিস্তানের অহমিকা।
ঐতিহাসিক প্রামাণিক দলিল ৭ই মার্চের সেই ভাষণ
যুগযুগান্তর মানুষের হ্নদয়ে বঙ্গবন্ধুর শ্রদ্ধার আসন।


©afjal
® এই কবিতা "বঙ্গবন্ধুই বাংলাদেশ" নামক গ্রন্থে কবির মৌলিক সৃষ্টিকর্ম হিসেবে প্রকাশিত ও স্বীকৃতি প্রাপ্ত, এই কবিতার কোন অংশ হুবহু বা আংশিক অন্য কারো নামে ব্যবহার কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।