আকাশে মেঘ বাতাসে ঝড়
বাংলার মাটি উত্তপ্ত, জনতার স্রোত
বুকে আশঙ্কা মনে ডর
সূর্য উঠবে নাকি ঢুকবে?

রাজপথ কাঁপছে গগনবিদারী শ্লোগানে
আশা নিরাশায় দোদুল্যমান
তারুণ্যের আগামী স্বপ্ন
আলো আসবে নাকি অন্ধকার?

পায়ে বেড়ি, হাতে শিকল সামনে বন্ধুর পথ
বুলেট বিদ্ধ অগণিত প্রাণ
তবু পাড়ি দিতে হবে মুক্তির তরে
বাধা-বিপত্তি হিমালয় সমান।

মুখরিত রাজপথ গণজাগরণ
থুবড়ে পড়ে পাপাচারের পর্বতমালা
ফুল হাসে পাখি গায়
নতুন স্বাধীনতায় মুক্তির গান।