☔️ ⛈🌧☔️
আকাশে আজ ঝড়ের মাদল
বাইরে ঝরছে প্রচন্ড বৃষ্টি ;
সেই সঙ্গে হৃদয়েও শুরু হয়েছে
উড়ো-ঝড়ের উথাল-পাতাল হাওয়া।
বাইরের ঝড় তো থেমে যাবে ক্ষণিকের ব্যবধানে
কিন্তু এই অবাধ্য মনের উড়ন্ত অবিরাম হাওয়ায়—
লাগাম দিব কী করে???
এক সময়ের স্বপ্নবিলাসী আমি
আজ বাস্তব ব্যস্ততার কারাগারে বন্দী।
কি করে দেব; সমস্ত উজার করে কবিতার নীলপদ্ম !
নীল আকাশ, গ্রামের বন্ধুর মেঠোপথ, পুকুর-পানি
বৃক্ষরাজির নিরন্তন সবুজ আহ্বান,
কী করে ফেরাবো তাদের রূপ-অঙ্কনের পরোক্ষে!
মর্মদেশের ইচ্ছে আজ নক্ষত্রলোক ছোঁয়ার—
বাদলের সঙ্গে লুটোপুটি খেলার,
ধবধবে শুভ্র কাগজে কিংবা মুঠোফোনের নোট স্ক্রিনে
কিছু হিজিবিজি শব্দখেলার কাটাকুটি।
হবে হয়তো কোন এক অলৌকিক দ্বিপ্তময় প্রহরে
আমার যে বড্ড বেশি বাঁধন !
তবুও বিশ্বাস রাখলাম প্রকৃতির কাছে----
সে— অপেক্ষায় রইলো কুঞ্জবনের ‘রাধা-অন্তর”।