দক্ষিণা সমীরণ পুলক আবেশে
শিহরিত তনু-মন,
বাতায়ন-ধার বসিয়া নীরব
কি ভাবিছি ওরে শোন...!
চন্দ্রসুধায় প্রমোদ আনি
করেছি শশীস্নান,
রক্তিম বসনে অবয়ব মোর
ঢেলেছি সকল ম্লান ৷
তারই সঙ্গে যুক্ত হলো
সিঁথির সিঁদুর খানি,
ললাটে রাঙা তীলক চিহ্ন
কাজল আঁখি টানি...!
পথ চেয়ে আমি বসে আছি
হেথা তোমার আশে,
তুমি এলে যদি কাছে বসো প্রিয়
ক্ষণিক আমার পাশে..!
সাক্ষ্য হইয়া থাকবে ওগো
রাতের প্রহর গুলি,
কত যে কঠোর বেদনা আমার
তোমারে বলিবে খুলি ৷
তোমার বিহনে এ মধু-যামিনী
হবে যে মলিনময়--
বৃথা হবে মোর সকল সাজ
কভু মিটিবেনা সংশয়..!