শুরুটা প্রাপ্তির। এক আকাশ জয়--
সেই সাথে রামধনুটিও তার একান্ত নিজের।

আনন্দ খুশীর দারুন দোলায় হৃদয় উদ্বেলিত।
ছোট ছোট স্বপ্নের সাথে উত্তাল ভ্রমন,
জীবনের অবুঝ পাতায় গাঢ় সবুজ আলপনা,
মায়ামায়া চোখে দৃশ্যলোকের সমস্ত অণু-পরামাণু দেখা।
এ যেন এক আলো রবি-শান্তি।
এতো সুখের নহরে ভাসা-ডোবার পর
হঠাৎ নীল-ডঙ্কা বাজল স্বপ্নবিন্দুতে,
পূর্ণদেবের অপেক্ষায় অপূর্ণ অভিসন্ধি।
চাওয়া গুলো আর পাওয়া হলো না, কিংবা
এত পাওয়ার ভীরেও অগোচর সবকিছু।

মেঘবতী ভালো নেই...
কষ্টে বুক ভাঙে এ নগরী!


🍁 শীত-গোঁধূলী 🍁
২৫ শে মাঘ ১৪২৩