🌧🌧🌧
শব্দদ্বন্দ্বের শেকল ভেঙে
বলতে পারো, এ তোমার কেমন প্রস্থান..?
একটি গাঢ় রাত জাগালে
বৃষ্টি কখন নামবে আবার
আমার ক্ষতে তোমার যতন
কাজল কালো চোখের পাতায় ?
শেষ কথাটির অসমাপ্তিতে
হঠাৎ নামা সিঁড়ির কোণে
দাঁড়িয়ে ছিলাম সঙ্কা চোখে
কাঁপছে হৃদয় তোমার ব্যথায়..!
তবুও তুমি সুখে থেকো,নিজের জমানো কাজগুলোতে,
শান্তি পেও সব খেলাতে, যেখান থেকে সুখ কুড়াতে।
মিথ্যে দিয়ে সত্য ঢাকায়
কলঙ্কিত করলে যখন!
মলিন মুখের ডাকটিও আজ
বাঁধলো না মানা পিছুডাকে।
আজীবনের আমার বাঁধন
থাকবেনা আর এই খেলাঘর
যা বেঁধেছি এতোদিনে,
সবই কী আজ শুধুই কাফন !
তোমার ঋণে সকল কিছু
বাজী রেখে গেলাম শুধু
ভুল নালিশে, চার সালিশে
বাক্যযুদ্ধের অবসানে চাপা কান্নার কথন।
জীবন জুয়ায় হারের খাতায়
মহাশ্বাসের পলক পাতায়
পুরনো শপথ অথৈই জলে
বন্যার বান ভাঙবে এবার সহস্র ঢেউের মতন।
ভুল ভেবেছ, ভুল জেনেছ, কিসে আমার মরণ ঘটায়,
ভালোবাসার এই নিলামে, তোমায় দিলাম সকল বিদায়..!
🍃🍃 ১৮ ই জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ 🍃🍃
🍁🍁 ১ লা জুন ২০২১ খৃস্টাব্দ 🍁🍁
🕰 ⏰ প্রভাত ৫.৩০ ঘটিকা ⏰🕰