মধ্য রাতের নীরব শহরমাটির আঁধার ভিড়ে
একলা ঈশ্বর জেগে থাকে আর ভাবে,
কে আছে আমার ?
যে ভয় পাবেনা-- বাসবে ভালো
দিবে অর্ঘ্য; ফুলেল নিশ্বাস..!
কে আছে ধূলিভূমে; যার ডাকে
কাঁপবে আমার ঈশ্বরী হৃদয়..?
যার ভক্তি নয়, প্রেমের মহতীদান হবে
মহাপ্রেমের সরল স্বাক্ষর।
যার স্নিগ্ধ চোখের বেগুনি আভায়
পূর্ণ হবে নীল ও সাদার যুগল মিশ্রণ--
কন্ঠে তার ভিক্ষে নয়, চির অনুরণনে জাগবে
শাশ্বত সঙ্গীত-পূরবীর স্বরলিপি বয়ান।
করজোর উত্তোলিত নয়, সমর্পিত নয়,
মুখোমুখি সম্ভাষণ মাতনে ভরবে মুগ্ধ চিত্তপ্রণয়।
আছে কি ওমন কেউ ?

আমি তখন তন্দ্রার কিস্তি নিভিয়ে
কালো মেঘের ও'পারে দেখি প্রণয়ী জ্যোৎস্না।
যাঁকে খুঁজেছি এতকাল রূদ্ধশ্বাসে-
কথিত প্রথার শৃঙ্খল কারাগারের বাইরে।
আজ তাই ঈশ্বরের পাশে দাঁড়িয়ে
আমি পাঠ করি মুক্তির অক্ষয় কাব্যলিপি-
তাঁকে প্রাণভরে ভালোবাসার দলিল খুলে
শোনাই আমার যত গল্প-কবিতা-গান...!



🔥 ১৭ ই বৈশাখ, ১৪২৪ 🔥
  ⛅️ শেষ রাত্রি-ভোর ⛅️