বসন্ত বৃষ্টি যেন হৃদয়ের সেই
চির বসন্তের অগ্নি-ক্রন্দন।
সদ্য বৃষ্টির সন্ধ্যামায়ায় মনের ভেতর
পুঞ্জিভূত মেঘ-গর্জন যেন হুঙ্কার বার্তা জানালো।
কি এক অদৃশ্য ব্যথায় সিক্ত হলো হৃদয়পুরী।
চেনা-অচেনার বাইরে যে জগৎ
তার সাথে চলছে নীরব চুক্তি।
ঘাসফুলের চুক্তি, মাটির চুক্তি, বদলের চুক্তি,
মননের চুক্তি, দ্বন্দ্বের চুক্তি, স্বপ্নের চুক্তি,
অথবা সত্ত্বার নীল-নীল চুক্তি...!
                            
যে দহন-বহ্নি সহস্র বৃষ্টি ফোটায়
নির্বাপিত হয় না, তাকে কালের-ধূসরে বলি দিলাম।
অঞ্জলি দিলাম হৃদয়ানুরাগ নৈবেদ্য-পুষ্পে।

    

      ☔️ সন্ধ্যাবর্ষণ ☔️
       ২১ ফাল্গুন ১৪২৩